১)
ন'টা  কাঁটায় বিদ্ধ খোঁপাটা,
পাঁজর খুলে দেখাতে চাইছে কি? বিরহ?
শেষ বিকেল শামুকের মত
গুটিয়ে নিচ্ছে লাল অ্যাপ্রন ,
নিজের নির্জনে দেখি রোদ বেদুইন,
সমস্ত হাহাকার ফিরে আসছে বাদুর- ঝোলা হয়ে,

আমিও তো পালাতে চাই
পারছি কি?

২)
ডানা মেলে পতঙ্গ , পতঙ্গ ডানা--
মানুষগুলো শুধু পুড়ছে খুব
উদয়াস্ত আগুনে,
স্বপ্ন ধরা দিল, শেষ দিকটা মুঠোয় ধরা,
সুখের অলীক জানি, বোমারু বিমানে
তবু ধরা দেব বলে
আমরা তো লাগামবিহীন
হবই হব ফাগুনে।

ফেরাবে কে?