অস্ত্র দাও সুখের,
হৃদয় যখন বধ্যভূমি...
আততায়ী হাত নিশপিশ করছে
অন্ধকারের মধ্যে
অস্ত্রের মুখে ইশারা বুঝতে কষ্ট হয়,
সুগন্ধি কাঠের ভারী  জঙ্গল চারপাশটায় ... গতরাতেও  তো ওড়াওড়ি ছিল কিছু প্রশ্নের মত জোনাকি,
একটা বৃষ্টির অবারিত স্নানে
সব গন্ধ মিলেমিশে এখন হাহাকার শুধু,
কুয়াশা মুখে পুরে
গভীরের ভেতর
ঠান্ডার ভেতর
এসো যে যার মত ফিরে যাই সংসার ...
ময়ূরপালকে
নির্জনতা খুন করে  তালা-ভাঙ্গা আবাসনের।

কার কি তাতে?