১)
প্রিয় কিছু কি রয়?
কি ফেলে এলে পার্কের বেঞ্চিতে সকালে?
২)
চাক-ভাঙ্গা ধোঁয়ায় মধু ফেরি হতে
দেখেছি,রাস্তার পাশে বিক্রি বাটা , উপজাতি ঋজুটান
পশরা মেলে ,হরিণের মাংস , নিষিদ্ধ যা
চলছেই , চলবে পুরনো ষ্টেশন অব্দি
অটো স্ট্যান্ডের দিকে নেমে যাওয়া অরুদ্ধ সকাল।
৩)
বাতরোগীর দাঁত ব্যথা , ছোঁয়াচে হলে রক্ষে নেই ,মিস্ফিট জীবন , চালশে তিরিশে, আজকাল পাথর কেউ ভাঙ্গে না
রাস্তা এমনি তৈরী হয়ে হয়ে ছাদ অব্দি মোরাম-পথ ।
৪)
সিঁড়িতে জুতো খুলে রেখে আলাপের স্বর খুঁজো না
ভেতর বারান্দায় কে কাকে ঠোঁট ছোঁয়াল
অত খুঁড়তে যেয়োনা
কুয়াশার ছলাকলায় ভেঙ্গে গেলে ঘুম
দাঁড়কাক হতে যেয়ো না
পরের পাঁচিলে, ফাঁক ফোকরে
সুন্দরী ময়ালের বাস
ঠিকানা সঠিক না হলে
ইকো-সিস্টেমে ছড়াবে ভাইরাস