একদিন গাছবাড়ি স্টুডিও' র কথা ভেবেছিলাম।

অতঃপর
কিছু রং নিয়ন্ত্রণে রাখা হয় নি গাছেদের নিজস্ব ক্যানভাসে ,
সমস্ত রঙ গন্ধে উপুড়,
নির্দ্বিধায় শরীর খুলে দিয়েছে এ ওর ,
নরম আলোর বৃত্তে আমরা
পরস্পর  ছায়া
          এবং  দৃশ্যাবলী ...
  আকস্মিক  পাথরে পিচকারি ছেটালে কেউ, রং চেনালো কেউ
          শ্যাওলায় তুমুল আটকে গেছিল পা।

বৃত্তের বাইরে আছি আমরা--
           চালাঘর আর
        রং-চটা চায়ের কাপ,  
      চুমু'র জায়গায় চুমুক রেখে
পোড়ামাটির জীবনশৈলী লিখি সেরামিক্সের কথকতায়।