বুঝেও বোঝ নি  
একা বাঁশ কখন বাঁশি হয়ে ওঠে, ... সুরেলা পথ পেলে।

অবয়বহীন এক কণ্ঠস্বর---
আজকাল  বড্ড বেশী বাচাল তোমার জগতে
দরদী শব্দ বিস্তারে ,
রাতের ভেতর নিজস্ব রাতও  অচেনা।

ইদানীং
কেমন  ঘোর... ঘোর-লাগা   অপেক্ষারা-
ছায়ায় দাঁড়িয়ে অলস দুপুর কাঁপানো সন্ধ্যা নামলে---
নীলের ভেতর নীল নামে,
মায়াবী আলো সংকটে ...
বাজছে কেন? বাজুক্‌ না......কার ফোন?
বুঝেও বোঝ নি... জ্বর শরীরে
নিজের ভেতরেও আগুন লেগেছে  তখন।