কিছু কাঁচভাঙ্গা জীবন যেমন--
কংক্রিট দেয়ালে ইটের মায়াবন!
ভুলগুলো আবছায়া...
স্বচ্ছ শিরার নীল... নীল ফেটে গেলে আতসবাজি,
কিছু ক্ষতের পাশাপাশি শুশ্রূষাও অনিবার্য হয়ে পড়ে
কিছু ক্ষত শুধুই শিল্প ...
নখের আঁচড়ে,
শেকড়ে আমিষ ... স্পর্শের ম্যারাথন ,
হিম-ঝরা নুনবাতাস
ভয়াবহ এই শৈত্য প্রবাহ কাটিয়ে পাতায় ছাওয়া অরণ্য আবহে
জেগে থাকবে এক হলুদ
যা
ত্রী
নি
বা
স
সমকালীন উৎসবের আগুন নিভু-নিভু
ঋতুরঙ লেগে আছে সব উর্ধ্বমুখী ফসলে
সমাপতন শেষে কি পড়ে থাকে?
ছাই জানো।