নাম ধরে ডেকে উঠি--
       ও খড়কুটো ... আয়
অমনি চোখের সামনে বাবুইবাসা দোলে!

ছায়ারও ডাকনাম হয় নাকি?
        ছায়া... ও ছায়া ...
এপাশ থেকে ওপাশ সরে গেল কে?

অসম্ভব...অস্বাভাবিকরকম ভিজে
ভেতরকার সবুজ   দুলতে থাকে ...
একদিন
   পথগুলি দেখ  চিনেপিঁপড়ে হবে ,
ধূলো চিতা
কে বলে কার কথা ?
গাছেরা একদিন মাঠ হবে ... শ্রমজীবি  গল্পে
    শিখর , ত্রিভূজ ... ত্রিকোণ আঁকা!
        
        রতিপর্বের তৃষিত আগুন মেখে
আমরাও ফের জেগে থাকব একদিন
      অগ্ন্যুৎপাত সম্ভাবনায়
                     ঘুমন্ত কৈলাস!