বলছি শোন---
সবাইকে যেমন দেখি ...একে অন্যের ভুলে,
একান্তই নিজের বলে, গ্রাসরুটে জল দেওয়া চলে
গোড়ায় গলদ আছে জেনেও।
      
নিজের ঢাক নিজে পেটাতেই পার... অহরহ তালিমারা বিজ্ঞাপণ... দুষছে শহর,তালবাদ্য. স্মৃতিমেদুর  গ্রামোফোন ,
সালতামামি    অজীর্ণ রোগ সয়ে
আমাদের পাকস্থলী এন্টাসিড প্রবণ!
দ্বন্দ্বটুকু লেগে থাক না  শুধু সন্ধি ও সমাসে।

চুপ কর  শীতশহর---
শুন দূরগামী ট্রেন...হুইসেল , মফঃস্বলী রাতের নির্জনতা চিরে খাঁখাঁ পাহাড়ে ,  
একার পায়ের শব্দ যেন
অনেকের হয়ে ফিরে আসে ...
        
অন্যদিনের চাইতে   সুরেলা !
              
আহা !