একটা নতুন গল্প কিছুতেই শোনাতে পারবে না কাউকে
যতক্ষণ না
আরো একটা গল্প তৈরী হয়...
এক প্রেমিকের জন্য শরীরের শিল্পায়ন না
নখের আঁচড় নেই, না রক্তপাত
তবু আমার ব্যাধ এক পুরুষ
লীলাহরিণ খেলায় মত্ত আজ।
মাংসল আভা , কালশিটে নিয়ে
রাতের ফুটপাথ
চাদর সরিয়ে আরো একটু ঘনিষ্ঠ হতে চায়
মেটে- রং ধোঁয়াশা...
রোঁয়া-ওঠা কম্বলে ,
পা থেকে উঠে আসা মৃত্যুর হিম!
কবন্ধ শীত পড়ার শব্দ ---
টুপ্টাপ টুপ্টাপ
ঝিম-ধরা নেশার কু ঝিন্চ্যাক
কুয়াশা নেমে যায় গল্পবিনিময়ের দিকে ।
চাঁদ ওঠে কোথাও ক্ষয়াটে সহিষ্ণুতায়.........