১)বন্ধু

কি  দেব তোমার দেয়াল-লিখনে  ? ধন্যবাদ ছাড়া?
ধন্যবাদ, ধন্যবাদ!
এসেছিলাম আলো- আঁধা্রিতে
ফিরতি পথে  জ্যোৎস্না-ভেজা  দু-হাত।

২)নামজাদা

ভিড় সামলে স্ট্যাটাস দিও
সব বোধন আলো-ই ভাসানের দিকে...
ভিড়ের দিক থেকে মুখ ফিরিয়ে কে?
বুঝবে নামজাদা কেউ।

৩)পরকীয়া

মধ্যবিত্তের বারান্দা...
কিছু পরকীয়া প্রশ্নচিহ্ন হয়ে ঝুলে আছ,  নাছোড়বান্দা
উত্তর কি কিছু পেলে আজ?
বয়ে বেড়ানোই অসম কিছু কাজ ।

৪)পার্লার

বয়েস পেরোনো সময়  কেমন গুলিয়ে যাচ্ছে
মধ্যবয়স্কা মনে,
দ্রুত গতিতে বলিরেখা উধাও করে যারা
তাদের জামার হাতায় চুপচাপ চুমু রেখে যান ইশ্বর!

৫) সমঝোতা

ছাদের কিনারে পা ... কোল পেতে আছে নীল, নীল ঘাস
সবুজ সামলে মিশে যাই ইটের জঙ্গলে,বিন্দাস
ডোরবেল বাজলেই গায়ক পাখি -মন
নি সা গা মা পা নি সা রে গা... গা , গারে পাখি গা।

৬)সারকথা

ঘরের কোণে সপ্তাশ্বের লাগাম
পাপ পুণ্য কেউ ছেড়ে কথা কয় না
জীবনের ছবিটি ফ্রেমবন্দী,
ভেতরে  চলমান ।