মৌরি মিঠে হল রোদ্দুর কথার ভাঁজে---
চেরাচুলের মত দু-ভাগ হয়ে যাচ্ছি,সময়ের চু-কিত্ কিত্ খেল খেলায়
শীত কুহক নামে আজব কুয়াশার ভেতর,
পুড়িয়ে ফেলার আয়োজনে
দেহের ক্রিয়াপদগুলো তৎপর... ক্লান্তিহীন !
কাগজের রঙ্গিন
ঘেরাটোপে আকাশদীপ মলিন
আলো সে তো সম্মোহন,
মরণ ডাকে পতঙ্গ , কোলাকুলিতে !
মেহমান পূর্বজদের পথ দেখাবে কে?
লাল-নীল ক্ষরণে
চল ঘাসফড়িং খেলি
পুদিনার ঝোপে ঝাড়ে.. ঘ্রাণে
চারদিকে এখন আলোতে শ্যামাপোকাতে নিষ্ঠুর নিধন !