অনেক গান তো গাওয়াই হল না
এ গানটিও পেরিয়ে এলাম তড়িঘড়ি সুর ভুলে...
ঘরে ফেরার তাড়া ছিল,
প্রতিটি দীর্ঘশ্বাসের সূত্র ধরে
বিশ্বাস করো,
দুঃখকে গোপন জিইয়ে রেখেছি বহুকাল--
বিবাহ সমন্বিত মন্ত্রে অবিশ্বাসী মন
পা দিল যেদিন অন্যঘরে,
অনাহারে অর্ধাহারে প্রায় শুকিয়ে
কলঘরে কান্না,চাপা লুকিয়ে
বেঁচে গেলাম প্রিয় একটি গানের শাল্মলী ছায়ায়
অন্ধ বাউলের মত সুর হাতড়ে,
সানন্দ এই সন্ধ্যার আমাদের মেরু- সাক্ষাৎ পিছনে রেখে
ছুটে এসেছি বহুযত্নে ভাগ করা হিম-নীল সময় ,বহুতল খোপে
একাকী আঁধারে চাবির রিং, দেয়ালঘড়ি টিক্টিক্,
মুঠোফোন বিচ্ছুরিত আলো্য
পুবের জানলাটা খুলে দিলাম...
আহ্ ... ঘর-ভর্তি জোছনা
বিশ্বাস করো অবিশ্বাসী
বিশ্বাস করো
ভরাট থেকে এই শূন্যতা... বেশ ভালো।