১)
দুচোখে  তুষের আগুন---
আলো-ডাকা ভোর হতে না হতেই দেখি
পদ্মপাতায় মেলে ধরেছ মন!
জামায় পুড়ছে মনস্তাপ---
ওই শ্রাবণ-মাখা চোখে
ডুবছি কখন , ভাসব কখন!

ফুলেরাও জানে না কোথায় অর্ঘ্য , কখন তার নির্বাচন!

২)
সন্ধ্যার ফাঁক ফোকর ভরে গেছে মনোরম আঁধারে
তুমি  এসে দাঁড়ালে যখন নীরব উল্কাপাত,
থেমে গেছে সময়
আর শরীরটাও ...
আঙ্গুলে জড়ালে শেকল... অবাধ্য চুলের,
প্রথম দেখাটা ছিল সাঁকোর মতই নির্ভার---
                              নদীর পারাপার ,
অথচ বোঝা যায় না নদী কোথায় কেমন !

৩)

লজ্জাটুকু নিয়ে একপাশে সরে আছ  তুমি
এপাশে ভরাডুবি
চাঁদ সাঁতারে
শব্দেরা ঢেউ... সফেন সুনামী ।