১)
সব পাখিরা সামিল যখন কলরবে...
নীরবতা আগলে
জন্মান্তরের সম্পর্ক বেড়ে উঠা তিলতিল আগুন সখ্যতায়--
অলক্ষ্যে গেয়ে ওঠে বুলবুল
মিষ্টি জলের প্রপাত গানে,
অথবা সৌকুমার্যে বাড়িয়ে দেওয়া গালে
অবাঞ্ছিত টোল...
এ পথটা পেরিয়ে যাওয়া সত্যি দুষ্কর কঠিন তোমার !
২)
স্বপ্ন দীঘল ছায়ার গল্পে
শাবক পাখির তিতির দৃষ্টির মত উঁকি দিচ্ছে প্রেম,
আড়ি পাতে শিউলি মেয়ে
ঘাসের বোনা কার্পেটে ,
চামরের মত বেণী লুটিয়ে .... আধা সর্পিল
যেদিকে পথটাও গেছে এঁকে বেঁকে
দৃষ্টির মত ... সরীসৃপ
স্বচ্ছ হতে হতে যাচ্ছে রূপোলী অবয়ব
এ পথেই ফিরবে সে ...
গন্ধবেনে,
গল্পটার শেষও সে-ই জানে।
৩)
ওরে আগুনখাকি মেয়ে,
নবজন্ম পেতে চাস্ কোন্ অনলে ?
এ আগুন পোড়াবে না তোকে
লাঞ্ছিতার শরীর
ভালোবাসা পেলেই মরে যায় যে
পবিত্র চিতার আগুন স্পর্শ করে না তাকে।