১)
কিছু কিছু এস্এম্এস্ যেন তুবড়ি জ্বালে!
অবুঝ মন একলাফে আঠারোয়--
নিষেধের কাঁচ ভেঙ্গে ,
কূলবতী ভাত-ঘুম দুপুর ফেলে,
মায়াবতী উঠোন- থইথই জল পুকুর পেরোয়
শাসনের মধ্যযুগ, রেখা-কলঙ্ক ভুলে।
কিছু এস্এম্এস্ সত্যি... শব্দহীন তুবড়ি জ্বালে!
২)
এক শীতে---
বন্ধ দরজার এপারে
নীরবতা হাতরাই...
আঙ্গুলে আঙ্গুল জড়িয়ে হেসে উঠলেই
মুখ ভিজে যায় ঘামে,
অপ্রস্তুতের হাসি ও মুখেও...
রক্তের উষ্ণতায় চায়ের কাপ তখন দ্রুত গরম- ঠাণ্ডা হচ্ছে !
৩)
দহনেই লেখা থাক আত্মশুদ্ধি,
শুচিতায় সমর্পণ ---
সে তো পতঙ্গই বোঝে,
অত ভালোবাসা নিয়ে দুরেই থাকো চাঁদ
আগুনে পুড়ুক আগুনের ঘর- বাড়ি!
দুরত্বেও যে সম্মোহন ... সে কথাই বা বোঝে ক'জন?