১)
এসো নতজানু হই বৃষ্টির কাছে ---
শরীর ঝিঙেফুল
পরাগে পরাগ মেখে উড়ুক হলুদ ...কণাকথারা
ডুবসাঁতারে আঙ্গুল,
নিকটবর্তী নদীতে তুমুল জলোচ্ছ্বাস
গাছের শরীর চিরে উঁকি দিচ্ছে পরজীবি ঘাস...
২)
তুমি এলে
দেহগাছটির দুলে দুলে ওঠা দেখি,
ফুলে ফুলে বেড়ে ওঠা দেখি
স্বচ্ছ ত্বকের আবরণে
নিজের পাখিঘুম ভেঙ্গে জেগে উঠা দেখি আনারকলি গানে
তুমি এলে
দেখ শূন্যতার ওপাশটায় কেমন পশমের মত বুনো তারাফুল ফুটে ওঠা , ঝাঁঝালো ঘ্রাণে ক্রমশ দূরে সরে যাওয়া জানলার চিক-আড়াল-চাঁদ, নীচের মথিত জঙ্গল, ছত্রাক- প্রজাপতি -মথ আর ঘাসফড়িঙের দল...
সবটাই তুমি এলে ..
৩)
তুমি চলে গেলেও
রাতের বাসি কবিতাও
আনকোরা লাগে শিশির স্নানে
তুমি চলে গেলেও
আগের মতই পবিত্র আছি, আবেগচন্দনে ।