১)
আকাশ কতটুকু?
দৃষ্টিহীনের সীমাবদ্ধতায় অথবা অন্তহীন,
নাগালের বাইরে তবু
সবাই যে যার মত ভাগ নেয় জানলা খুলে,
অতঃপর আমরাও আছি , কাছাকাছি
যেটুকু আমার, সেটুকুও তোমার
আমরাই বা ক’জন?
কে কার?
২)
ফুঁপিয়ে কাঁদে কেউ কলঘরে!
কতরাত ? কান্না? টের পাবে কে?
সারাশহর পায়রার খোপ, ঘুমকাতুরে!
৩)
জ্বর বাড়ে রাতে , পারদের ঊঠানামা, ছেড়েও যায় জলজ ঘামে
প্রতিদিনের মতই জানলায় কাচা পর্দা , দাগহীন তোয়ালে, নির্লিপ্ত মুখে
অগোছালো সংসার সাজায় অনুবর্তিনী,
তার মন হারাবার খবর কেই বা রাখে?
রান্নায় তেল-নুন-ঝাল সব যদি ঠিক থাকে?