১)

মান্ধাতা ঘড়ি

জানিনা ঠিক কতবার মেরামত হয়েছি
নিজের ভেতর সারাই চলছে গোপন , অবিরত
আমি চলে গেলেও গল্প রয়ে যাবে দু’আঙ্গুলে
যেটুকুই লিখেছি ,  রোমান প্রশ্রয়ে...
আর লিখব না ভেবে
এবার ধুয়ে ফেলেছি হাত আয়ু জলে...
দেয়াললিখনে থাক  স্থবির
             সময়ের নষ্ট গদ্য ।

২)

বহুতল আঁধারে ডুবে যেতে দেখি---
               শহরের ঘর, বাড়ি
ঘোরতর অমাবস্যায় জ্যোৎস্না এখন নিপাট সংসারী
আকাশও জানে কতটা পথ হেঁটে গেলে নাগরিক ফুটপাথ ,
বাকিটা ধুলোর মাঠ
স্তব্ধতা  জমজমাট
        শূন্যতায় জমায় পাড়ি ।

৩)

ফিরতেই হবে এমন তাড়াহুড়ো  নেই ,
তবুও ফিরতে হয়
জীবিত জীবনযাপনে...
ফিরে যায় যে  সেও জানে   এ যাওয়াই শেষ নয়---
অতঃপর ফিরে আসার তাগিদ
গোপন আশ্রয় কোনে।