১)

দুঃস্বপ্নের নিঃসরণ, ফোঁটা ফোঁটা নেমে আসে আশঙ্কার ছাদ চুঁয়ে
অদ্ভূত কড়ানাড়া শুনি-- বাইরে এবং ভিতরে
প্রতীক্ষা যখন বুকের পাঁজরে,
ভাঙ্গনের সমস্ত কোলাহল থেমে যায় সেখানে...

শব্দহীনতার আড়ালে প্রতিটি জাগরণ যদি ঘুম হত !

২)

কোথাও  বৃষ্টি হচ্ছে কি? শব্দের বিপণন নেই,
মাটির পলল বিলায়  সোঁদা গন্ধ মেদুর...
চাঁদ , মলিন হলেও দেখ কত সুন্দর নেশাতুর ...
মায়াবী ছায়ার ঢঙে ভাসছে এখন পাহারাহীন রাত---
ঘুম নামবে,  অনঙ্গ শুদ্ধতায়
দুই হৃদয়ের ভাঙ্গা সেতু জোড়া লাগায়
                       আততায়ী হাত!

৩)
                                          
হঠাৎ কিছু পেয়ে যাই যখন
              ছোট্ট ভুলের সৌজন্যে...
সুখী ভ্রমরের মত  গুনগুন্‌ করি  অসুখের চারপাশে

দুঃখকে গোপন করি না, সুখকে আজও তেমন সুখই ভাবি।