১)

ভুল পাথরে মাথা ঠেকিয়েছিলাম এইখানে, একদিন

আস্থার লেপা সিঁদুর
দেবতা  নেই,   নদীটিও সরে গেছে বহুদূর... !

২)

ক্ষণিকের অতিথি জেনেও সমস্ত কথাই তার মধ্যে জমা রেখেছিলাম

চলে গেল যখন, পথেই পড়ে রইল পথের দান

অজ্ঞাত আগুনে শুধু পুড়ছে ছাইদান!
৩)

শেকড়ে ঢেলে দিলে সব নুন। নোনাজল- স্পর্শ
নিষ্পাপ পায়ের পাতায়...

সমুদ্র এখন স্ক্রিনসেভারে,
দেহপালিত নদীটি আটকে আছে দুই মোহনায়।