১)
না-পাওয়া সন্ধ্যার
সুঁচ ফোটার সামান্য ব্যথা,
তীব্র থেকে তীব্রতর হয়ে
বিঁধে গেল মনে...

বুঝে নাও আসল ব্যথাটা ছিল এইখানে !

২)
হার পেয়ে পেয়েই ঠিক জিতে যাব একদিন---
দিন জুড়ে নেমে আসা অঙ্কের ছক,
মেলাতে মেলাতে রোদ মলিন!

চাকার উপর দাঁড়িয়ে আছি দুজন,
নতুন কিছু আসার আগেই...  ব্যস্‌ ... বিস্ফোরণ!

৩)
স্বচ্ছ হও
রাতপোশাকে ...
মেয়েগন্ধ ভরো শিশিতে
আমি দেখি সাপের ভেনম !