এ কোন্‌ পথের ডাক... মায়াবী শ্রবণে?
ডেকে গেল পরিচিত কেউ নাম ধরে
অথচ নামটাই তার পড়ে না মনে
এমন কি হয় তোমার ?

অথবা
এমনওতো হয়...  হাওয়া নেই জানলায়
কখনো খুব একা ...
            একাকীত্ব আগুনে
পুড়ে যেতে দেখেছ কি নক্ষত্রের  ঘরবাড়ি , সংসার ?
নাভিশ্বাস পুড়িয়ে কেউ লেখে না ইতিহাস--
বর্ষণ শেষে চুঁইয়ে-পড়া জলে
জানলার কাঁচে ধূসর কবিতা ,
                ভরা ভাদরের পরিহাস !

এবার বদল হোক্‌ তর্জনীর ভাষা
শরীরে বাজুক  সুর,
     আঙ্গুলের  ভাঁজে , কল্লোলিনী গানে।
              
চাঁদ পুড়ুক , জ্যোৎস্না পুড়ুক ,দু’হাতে তৃষিত আগুন
একে একে নামগুলো বেয়ে উঠে আসা সিঁড়ি
সহজ গদ্য যদি মেলে গণিতে ,
                   নামতার  কি আছে প্রয়োজন?