এবং চিলেকোঠা
আগলে রেখেছি ভেতরের ঐশ্বর্য,আলোর রোশনাই...
ফাঁক দিয়ে যতটা গলে
------ বাইরে মুগ্ধ আঁধার !
ঘোরলাগা পায়ে নিত্য যাতায়াত
একটাই তো ঘোরানো সিঁড়ি ...
নামতায় মুখস্থ ওঠা এবং নামা ।
প্রেমের প্রিয় উদাসগান
রিংটোন বাজে ...
আড়বাঁশির সুরে কোথাও বাতাস , চিরন্তন নয়
কেমন যেন মায়া-মাখা...
জানলার নীচে লাল রঙ্গন ঝোপ
আঙ্গুলে আঙ্গুল জড়ায় কথা ।
আড়বাঁশি ,ও আড়বাঁশি --
ঝাঁপতালে কিসের এত আয়োজন?
আরো কী চাই?
এক জীবনে কত আর প্রয়োজন ?