নিঃশব্দ দহন কুড়ে কুড়ে খায় আমাদের
যেদিন থেকে একসঙ্গে পথচলা শুরু...
সোনালী তৃষ্ণা নিয়ে দাপাদাপি কষ্টের হাওয়া হই
অথবা কস্তুরী হরিণ...
তোমার উদাসীন হেঁটে যাওয়া পথ ধরে ধরে হাঁটি,
সবার অলক্ষ্যে
সংশয় আলোর বাঁকে
তর্জনী রেখে ঠোঁটে
কিছু বলে গেলে---
কিছু বলে গেলে কি ইশারায়?
তোমাকে ছুঁতে না পারার অসহ্য যন্ত্রনায়
কঁকিয়ে উঠা মধ্যরাত,
তুমিও জানো, ইচ্ছে করেই আড়াল রাখো--
আমিও জানি
আড়ালটুকু খসে গেলেই যে
বেমালুম নিন্দাবৃষ্টিতে ভিজে যাব দুজনে...
তবুও একদিন...
সব পথই তো পড়ে থাকে কারো না কারো অপেক্ষায় ।