১)
রোদে পুড়ি খুব ...
মৃত্তিকা
সোনার রং পুড়ে ছাই হল
ছাইয়ের মধ্যে আগুন খুঁজতে যেয়ো না
তোমার সামান্যতম নিশ্বাসেও
ডালপালা ছড়ায় আগুন শরীরে
দাবানল...
সেতো তুমি ভালই জানো অরণ্য
এমনি দাঁড়িয়ে থাকো...
একদিন ছায়ার নীচে
আমাদের যৌথ গল্পটাও দাঁড়াবে ।
২)
ভাদ্রমাসের তালপাকা দুপুর
এদিকটায় কেউ আসে না
বাঁশবাগানের পুকুর ... থৈ থৈ জল
জলের ধারালো ঘ্রাণ ...স্নান শেষে এয়োতিচিহ্ন ফুটে উঠে বউড়ি শরীরে
জলভেজা পথ পড়ে থাকে...
একি!! বঁধুর এক পায়ে দেখি নূপুর!
থাক্ গে ওসব কথা...
দেহাত মন কষ্টিপাথরেও শ্যাওলা খোঁজে!
*বউড়ি ( যুবতী বঁধু )