সেই মেয়েটা
ধুলোয় বসে ছবি আঁকে ময়ুরপূচ্ছে
পেখমীরাত বাসরজাগা
ফুলমালা আর চন্দনে।
সেই মেয়েটা
সানন্দ ঘর ছেড়েছিল প্রেমিক সাথে
অলিখিত বাস্তবের
পাঁজরে বাঁধা স্বপ্নে।
মনে পড়ে তার মধ্যবেলা---
বিশালকায় এক প্রজাপতির পেছন ছুটে চলা
আঙ্গুলে তার লেগে আছে
বিবর্ণ হলুদ এইখানে।
পলাতক সে প্রণয়সঙ্গী!
অলীক বাসর জাগে রাত... জীবন্মৃত
মেয়েটা সে
দু-কূলহারা প্লাবন নদী দুই নয়নে
একলা ডোবে একলা ভাসে
ঘরের স্বপ্নে ।
সেই মেয়েটা
কি আছে তার কপাললিখন , কে জানে?