কোথাও যাব না
আজ মন নেই...
দেরাজচাপা অতীতগন্ধ লুকিয়ে আছে এইখানে
একলাঘরের কোণ,
স্মৃতির জানলা,
ঘুণধরা চৌকাঠে হাত রাখতেই
কতকালের ফিরে পাওয়া
স্বজন হাওয়ার সুড়সুড়ি,
অরুন্ধতী আলোয়
অযুত নিযুত কাব্য নিয়ে
রাতের আকাশ ভারী ,
পাত্রের তরলে একি ভাসে ... দুর্লভ গরল ছবি
নীলাভ আলোয়
নীল ব্যালেরিনার...
নাহ্ ,
এই নজিরবিহীন সন্ধ্যায়
আর কোথাও যাওয়ার নেই
আজ কিচ্ছু করার নেই ...
স্মৃতি ঝরায়, ঝরুক্
নীল নীল অজস্র বেদানার দানা...