দেখো
একদিন ঠিক জলছবি হব
লক্ষ লক্ষ ঘাসফুল উড়বে যেদিন
দিক্বালিকা হাওয়ায়...
খড়-বিচালীর চালায়
দিনের ছবি কতই না আঁকি
বলো, কে বোঝে আমায়?
জলের শরীরে শেষ তুলির টান
দিচ্ছে কেউ
গাছের শীর্ষ ডানায়
সোনালী রোদের ঢেউ
তফাত এইখানেই---
দুশ্চিন্তার উর্দ্ধে কেটে যাবে প্রহর আমার ..
কৌমুদী রাত
দুর শহরে তুমি কোথাও নির্জনে
অথবা আনমনে
বুকের নীল বোতাম খামচে
লিখে চল কলমে বিরামহীন
জলের রক্তপাত ।