প্রতিদিন--
প্রতিটি পালক ঘুমের ভেতর মৃত্যু হয় আমার স্বপ্নের...
ঘুমন্ত ছায়া শব
ঘোর-লাগা ভোর আলোয়
          আবিষ্কার করি নিজেকে হলুদ করবীর ছায়ায়
জানলার নীচে শখের বাগান
         তছনছ করে দিল উড়ো হাওয়াটা
পাথর সরে গেছে  পাথরের ফাঁকে
                  পাথরকুচি ফুল...
                          মরমে মরে যাওয়া
এইসব উদ্ভিদের থেকে পাঠ নিয়েছিলাম একদিন---
                                      বাড়ন্ত প্রেমের...
আনন্দ আসলেই এক নতুন কষ্টের সূচনা,
একসাথে হেঁটে গেলাম পাশাপাশি
অনন্তকালের এক দেবদারু পথের শেষ ,

বলা হলনা শুধু সেই কথাটা
                   আড়ষ্ট উচ্চারণে--- “ভালোবাসি ’’
                                ভালোবাসা