অপয়া দিন বলে কথা----
বাম চোখ সমানেই নেচে যায়,
যে দিন আলগা চলে যায় তার কথা ভেবে
বিষাদ ঝুলে জলপাই রঙের দরজায়...
************************
ভালোলাগা পুঁতে দিয়েছিল কেউ
মনখারাপের বাগানে--
শরীর ছিঁড়ে খুঁড়ে তাকেই খুঁজেছি সারাটা গ্রীষ্ম
অসহ্য দাবদাহে ,
আজ বৃষ্টির মত দু’ফোটা গায়ে লাগতেই
কী জানি মন
কাকে কি ফিরিয়ে দিতে চায় শ্রাবণে...
গোটা দুপুর পার করি উপন্যাসের পাতায়
মুখ গুঁজে...
শব্দেরা বিলীন গভীরতায় যেখানে...।
**************************
সশব্দে সুপারি গাছ বাকল খসালে
এক চড়ুই-দম্পতি চমকে পালায়
পালাবে কোথায়?
কার্নিশে বসে নিরীক্ষণ চোখে তাকিয়ে থাকে
এদিক-ওদিক ,বুঝি এই ঠিক সময়
বাকল খসানোর
প্রকৃতির নিয়মে ছেলেখেলা বলে কিছু নেই যে, সেও বোঝে।