আজ আকাশ অংশতঃ মেঘলা, বাকি নীল জুড়ে
মেঘের খন্ডাংশ...
সংসার বাঁধা সর্বংসহা নারীর আঁচলে ,
অরণ্য উদাসীন তুমি
নেশাগ্রস্তের মত অক্ষরমালায় সাজাও
রাতের ভগ্নাংশ!
শাবক পাখির অপুষ্ট ডানায় ভর করে উঁকি দেয় ফিকে রোদ--
বারান্দায় ঝোলানো আটপৌরে শাড়ীটিও
যেন শুকোতে চায় না সহজে ,
পাড়ের দিকটায় জল ধরে রাখে
কিছু রঙ পাখি , গণ্ডি কেটে
সীমানা ছাড়াতে চায়...
এদিকটায় রোদ পড়ে না... রান্নাঘর, উল্টে থাকা বাসনপত্র
গ্যাসের চুল্লিতে যৌথ আগুন,
অনেকটা পার হয়ে সম্পর্কের তেল-ঝাল-নুন
আজ কিছু চাইছি... অরণ্য ,
চেনা চৌহদ্দি পেরিয়ে , সীমানার বাইরে পরস্পরকে চিনিয়ে নিতে একটা ভেজা বিকেল,
গতজন্মের বৃষ্টিমাস ...
অতঃপর সেই বুড়ো শালবন জঙ্গলে
এক ছাতার আশ্রয়ে ইলশেগুঁড়ি ভিজব বলে
অরণ্য,
আরেকটু বৃষ্টি চাওয়া কি অপরাধ?