জানলায় জেগে থাকো বিচিত্র রাত্রিচর ...
আলো-নেভা মধ্যরাত শহর,
চাদরের মত ঝুলে আছে আসমান
মানানসই অপেক্ষায়
আজ আর কারো মানা নেই
কিছু আক্ষরিক ছায়া ভ্রম
রাত্রিচর খোঁজে শব্দ
তারারাও অস্থির , ভাসমান...
আমাদের ক্লান্ত শরীরে রাতঘুম
অহেতুক রাতঘুম
স্বপ্নহীন ছবি আঁকে
নির্মম ঋতু ,
এলোমেলো আনে বৃষ্টি
নিষেধের দাস হয়ে হয়তো
আমাদের বেঁচে থাকা
প্রতিদিন মৃত্যু আসে নানাবিধ বাঁকে
অথচ বাঁচার নাম করেই বাঁচতে চাই
অদৃশ্য বাঁধনে-
যখন দুরত্ব আমায় বাঁধে একমনে...