জীবন থেকে আর যখন নতুন আশা নেই
সংশয়ে আজ প্রৌঢ় পথের বাঁক,
হারানো ঘ্রাণ খুঁজি শৈশবের ঠিকানায়...
ফেরিওয়ালার অভ্রান্ত হাঁক্ ,
আজও নিঃশব্দে অথবা সশব্দে বাকল খসায়
কৈশোরের সুপুরি বাগান ,
কোন এক অনাবিষ্কৃত ঘুলঘুলি থেকে নরম রোদের নকশা
মায়াজাল বুনে দরদালান,
বারান্দায় ...
পুকুরের জলে বাস্তুহারা মেঘেদের ডুবসাঁতার ...চক্রবাক্
ডাহুকের ডানায়
কখন যে রোদ পালায়!
রাত গভীর হলেই আলগোছে আসে ঘুম---
শৈশবের মায়াপুরী জ্বলে
ঘুমের ভেতর স্বপ্ন,
স্বপ্নে এখনও ফেলে আসা স্মৃতি ওম্
ফুরিয়ে যাওয়া দিনের পৃথিবী আর নতুন ভাবনার হাত ধরে
ফিরে ফিরে আবার এক ছুটে
সেই ঘুলঘুলি আলো...
সেই কৈশোরের সুপুরি বাগান,
যার আছে সে-ই জানে ভালো ,... বলো?