প্রেমিকার মত আগলে রেখেছ
বুকের কাছে রোমশ অভিমান,
শার্টের কলার দুটোর অস্বাভাবিক ত্রিকোণ
ছুঁয়ে কাঞ্চনজঙ্ঘার শিখর!
একলা ঘরে আমিও নিশ্চুপ
কোন তাড়াহুড়ো নেই,
অলস গেরস্তালির আয়নায় নিজেকে কাজল পরিয়ে
অজান্তেই হেসে উঠি
এই নেই তুমি সময়টাও যে অবিকল সেই তুমি...