দু’এক পশলা বৃষ্টির মতো দেয়া-নেয়া শেষে
মাঠের সবুজ জেগে ওঠে গানে...
মাটির গানে দেহতত্ত্ব ,
পল্লবিত হয় সাধনায় ধ্রুপদী সুর
ইচ্ছে হয় প্রতিটি বিন্দু ছুঁয়ে যাই ...জলকণা ...
তৃণের শীর্ষ ঢেউ!
কল্পনায় যার ছবি এঁকেছিলাম একদিন
তার জায়গা নিয়েছে আজ অন্য কেউ ।