জীবনের পথে থাকতে চাস্ না তুই , ভবঘুরে ?
মৃত্যুর খোঁজ রাখিস্ অহরহ?
জানিস্ নে দখিনা বাতাস আছড়ে পড়ে যখন
আমার একাকী আঙ্গন, শরীরে ,
আমি আধখানা উড়ি,
নীল নীল উড়ান
মেঘের সাথে নীলকেলি স্বপ্নে রোজ কত না ...
তোর ছেড়ে যাওয়া সংলাপ শেষদিনে...
সেও নীল !
বৃষ্টির স্বপ্নে জারজ শ্যাওলার ঘ্রাণ নিতে নিতে হারিয়ে গেছি কখন
কষ্টের অভ্র-নীল সমুদ্রের শরীরে
অত নীল শরীরে সইবে কেন?
সমদ্র ফিরিয়ে দেয় যা নেয়... রিক্ত সন্ন্যাস
রাতভর ক্লান্ত তুই, বালিতটে কি খুঁজে ফিরিস্ ?
ওষ্ঠ রাখিস্ শাঁখের নীল বলয়ে
মৃতের নাভিমূলে ?
মৃত আমি আজ , জীবনের কাছে এবার হাত পাতিস্?
নবজাতকের কান্না শোন্ জেলেদের পাড়ায় , আঁতুড়ের গন্ধ নোনা বাতাসে
এ আমার নবজন্ম মৎস্যগন্ধার শরীরে।
ভবঘুরে, জীবন যে তোকে চায় আজও ...
রাখিস্ খবর ?