বৃষ্টি ভেজা পথ আমার বড়ই প্রিয়।
তোমার শার্টের নীলরং মেশে দিগন্তে
যেখানে পাহাড়টা দাঁড়িয়ে ,
বুকের কাছে আবেগের ঘন মেঘ;
পাহাড়তলিতে তুমুল বর্ষা নামলো---
হাওয়ায় ডানার ঘ্রাণ
মাটির গন্ধে নিবিড় সন্ধ্যে,
যে গাছটির অমল ছায়ার আশ্রয়ে দাঁড়িয়ে
তার শিরা উপশিরায় পুরুষালি বাঁধন টের পাই,
সেদিনও এমনি নির্জনতা ছিল
পাগলাঝোরার কাছে ,
যেদিন থেকে আমাদের গল্প বলা শুরু ...
ভালবাসা স্নাত চোখদুটি তোমার নীলপদ্ম হয়েছে
অথবা কোনও নীলাশ্ম
রাত্রি জাগরণের কাছে সমর্পিত ,
যেমন এসেছিল তেমনি চলে গেল বৃষ্টি
তার স্বমহিমার পথ ধরে...
আমিও ঘরে ফিরি
একটু উষ্ণ হয়ে...