আর কত সরিয়ে নেব নিজেকে?
পালাচ্ছে গাছের শরীর ছেড়ে হলুদ পাতা
অশরীরী হাওয়ায় ,
পালাচ্ছে অরুণিত সূর্য পশ্চিমে-
রোদের মাদুর গুটিয়ে
দিনের দাওয়া থেকে।
গুটিয়ে নিচ্ছি আমিও, আমার অস্তিত্ব , আমি''কে
প্রাচীন শামুকের খোলে।
মুছতে গিয়ে পদছাপ , সর্বনাশা এক ছায়ার চর পেছনে--
বাঁধা পড়ে যাই খামখেয়ালে...
এ কোন্ খেয়াঘাট , নিরালায় নিস্তরঙ্গ সুর ?
কানাকড়ি সম্বল নেই,
পারানির মুল্য জানি নে
কোথাও কি পড়ে নেই পদ্মাবতীর নূপুর ?
তল্লাশি ছুঁয়ে আছে জলের চতুষ্কোণ !
নদীর নির্ভার আবেগ শেখায়
নিষ্কাম বয়ে চলাই জীবন
স্রোতের অনুকূলে গা ভাসাই ,
রপ্ত করে নিতে চায় এবার মন
অনন্ত সাঁতারের কৌশল।