জীবন ঘিরেই যাবতীয় উন্মত্ততা , কোলাহল !
প্রজাপতির ডানার রঙে হলুদদুপুর
চিলেকোঠার চৌকাঠে ফিঙে নাচ
ফাগুনে ছেড়ে যাওয়া বকুলগন্ধে শিখেছি
বেঁচে থাকার আনন্দ- কৌশল ,
কৌটোয় লুকিয়ে ভ্রমর প্রাণ ...
সমর্পণ জানে পাতার স্নায়ু ছুঁয়ে জল!
শিরায় শিরায় ধরে রাখা
শেষ ধারাবিন্দুটি ,
মাটির পলল পরশ পেতে নেমে যায়
উন্মুখ স্তরে , আঁধারে
হয়তো আরো গভীরে...
মনের বেদিতে পার্বণের আলো জ্বালি --
ছেড়ে যাওয়া সাপের খোলসে কি বিচিত্র আলপনা !
আমিও বেলাশেষে জামার আস্তিনে
বিবাদ বিষাদ পুষে রাখিনে
ভেসে যেতে দিই তারে
সময়ের শ্রাবণে...
*****************