দেখো ছায়ারা ফিরবে--
সেই বসন্তদিন থেকেই কচি নিমগাছটা
মেঘলা দিনের সাথে অলিখিত চুক্তি হয়েছে তার ,
আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টিপাত নেই,
সম্ভাবনাটুকু ছাড়া ।
খরতাপ নিংড়ে নেয় দেহরস , বিষবাষ্প হাওয়ায়--
ঝুলন্ত বারান্দায় কখন আকাশমুখী ফুল হয়ে যাও
বালিশের মধ্যভাগ ছিন্ন
অভিমান ঝেড়ে এসো না ,
তুলোর মেঘ উড়াই...বজ্রের সভায় সভাকবি হবে তুমি
গোপন কক্ষে
বৃষ্টি নামবে, ঝড়ের আদলে রেখেছি মেঘের ছায়া।
বৃষ্টিশেষে বাতাবি লেবু গাছের তলায় কস্তুরী চন্দন পরাবে
বৈষ্ণবী জ্যোৎস্না
হাত পেতে চেয়ে নিতে ভুলোনা।