একটি দিনের রোদের আয়ু ফুরালো,
যতটুকু পাই ততটুকুই যে ভালো।
ভালোবেসে লতা ইটের পাঁজরে বাড়ে,
অভিমানী শিশিরে ছোঁয়া পেয়ে শেকড়ে।
তন্দ্রামগ্ন রাখালের প্রখর দুপুর,
বাঁশের বাঁশিতে চেতনা হারায় সুর।
হাওয়ার ব্যজন হলুদ সর্ষে ক্ষেতে ,
অস্তরবির গেরুয়া বসন দিগন্তে।
ঘন মেঘে সাঁঝ আকাশ আঁধার-কালো ,
ঘরের মাপের আঁধারে জ্বালাই আলো।
সায়ন্তনী মেঘ বৃষ্টি ঝরালে এই ক্ষনে,
হিয়া কাঁপে কেউ এল কি সঙ্গোপনে?
বুকের ভিতর এক’শ নদীর ঢেউ ,
সে কি গো আমার আর জনমের কেউ?
আদিম ফুলে করতালি, তালবাদন ,
ছন্দবনে আজ বৃষ্টিনাচের আমন্ত্রণ ।
(অক্ষরবৃত্ত ছন্দে প্রয়াস)