কথা ছিল---
এক প্রিয় আকাশ-ভাঙ্গা জলে একদিন
তুমি-আমি ভিজে একসা স্বপ্ন !
উপোসী কথা কিছু লুকানো গোলাপী মাছের চোখে আজও,
স্মৃতি অঙ্গুরীয়
আমার নাম নিয়ে নিয়ে পার হয়ে গেছে কত ঋতু , সরণী
বসন্তে তৎপর বউ কথা কও,হলুদিয়া পাখি
অরণ্য নিবিড় স্বপ্নে গাছেরা ছোট- বড় হয় ,
আম-পাকা দুপুরে হলুদ পাতা ঝিমোয়--
নির্জন পার্কের বেঞ্চিতে
এই সময়টা আমি একলা পেরোই, তৃষ্ণার্ত দুপুর,
ডাবের ঝোলা দুল নারকেল পাতার নীচে ,
টাওয়ারের মাথায় আকাশী নীল ছাতা ,
না- ছোঁয়া ঠোঁটের প্রান্তে বাসি হাসিটি ঝুলিয়ে
এগোয় ঘড়ির কাঁটা ---
কোথাও পকেটে দোমড়ানো আশীর্বাদী ফুলের মতই
দোমড়াচ্ছে তোমার মনও ,
ক্ষতচিহ্ন চোখ দুটি জানি রোদ-চশমায় ঢেকে রাখো ,
উপোসী কথা
অত দুরত্বে সেতু বৃথা...
( আজ আমার কাছে একটা স্মরনীয় দিন, বাংলা-কবিতার আসরে আজ এক বছর পূর্ণ হল । সব কবিবন্ধুদের ও মাননীয় এডমিনকে আমার শ্রদ্ধা , আন্তরিক ভালোবাসা )