১)
গুপ্ত শত্রুর মতই প্রেম আসে
ফিরতি –পথ  বন্ধ,
                   ---টিলার আড়ালে প্রাচীন সূর্য  হাসে !
যতই সরলতার ভান , ততই দুর্বোধ্য সে !

২)
ভিটেমাটি  আগলে পড়ে থাকে বাস্তুসাপ ,
ভালোবাসার সমার্থক্‌ শব্দটি খুঁজে
প্রিয়জনের ছেড়ে যাওয়া খোলসে ,
দুরের আকাশ ভালোবাসি
                         --স্বচ্ছ নীল বলে নয়
ওই মেঘের রাজ্যে নিয়ত ঘুরপাক খায়
অবিনীত  শঙ্খচিল , নিঃসঙ্গ
না জানি কত অসহ্য দহন  তার  বুক জুড়ে ।


সরলতার কফিতে চুমুক দিই,
জ্যৈষ্ঠে আম- কাঁঠাল পাকে না?
নিমগাছের নিমগ্ন ছায়ায়  একাকীত্বে পড়ে আছে সন্ন্যাসী রোদ!
বৈরাগ্যের রঙ লেগেছে বুঝি তারও মনে ?
                      
                     মেঘের আড়ালে  চিরনবীন সূর্য  হাসে !