কত সহজে আঘাত ভুলে যেতে পারো মন?
কত সহজে মেনে নিতে পারো সবকিছু?
বারবেলার ভয়--
তবু বাস্তবের মুখোমুখি যে হতেই হয় ,
পীড়িত দিনগুলো আমার রোজরাতে কড়া নেড়ে যায় --
মেহগনি দরজায়,
রাতের বাগানে যেসমস্ত ফুল দেখো সাদা , রঙ হারায় তারা ভয়ে-
অসহ্য বেদনায় ,
যতই আড়াল দিই কাব্যের
এক রূপসী লুকিয়ে কাঁদে নিভৃতে !
কেউ শোনে না , জানবেও না কোনদিন কেঁদেছিল কেউ মধ্যরাতে ?
কেবল নদীর বুক-খালি করা এক দগ্ধশ্বাস গোপনে
আছড়ে পড়ে বাবলার বনে ,
মন ওরে মন--
চাইলেই তবু এনে দিতে পারো এক’শ মঠের শান্তি ,
সাতটি জলপ্রপাত এসে ধুয়ে মুছে দিক্ তোমার ক্লান্তি, শ্রান্তি ।