সন্ধ্যা হলেই নেমে আসে চোখে উপত্যকার ঘুম--
ঘুমন্ত আত্মা জেগে রয় শুধু ,
দুদ্দাড় সিঁড়ি ভাঙ্গে স্কুল- ফেরত কিশোরী পা
পায়ে পায়ে এগিয়ে যা্ই ...সেই ঠাকুর ঘর , দেবতাসন !
স্থলপদ্মের কুঁড়িটি রাখেন মা জলপাত্রে এখনও,
আকাশ রাঙ্গায় গোলাপী ভোর!
মায়ের শোবার ঘর ... আলমারির তাকে পুরনো ছবি - এ্যালবাম ,
স্মৃতির পাতায় ঘুম- ঘুম চোখ ভাইবোনদের
খিদের মুখে জ্বালাতন ,
অদ্ভুত প্রশান্তি তবু মায়ের মুখে !
পরিপাটি বিছানায় মমতার নিভৃত আঁচলে মুখ গুঁজি ,
আহ্ ! এত সুখ বিধাতা
লেখেন নি প্রবাসে আমার কপালে ।
স্বপ্নের দীঘল নৌকা... সরে সরে যায় তমলুক্
দূরে মা যে আমার পদ্মদীঘি
ডুব সাঁতারে পৌঁছে গেলেই কানায়-কানায় সুখ !