বোতল-বন্দী নেশা --
দীর্ঘ পথটি পড়ে আছে রাতের , এখন তো সবে দূপুর ।
ফিরে এলাম বিছানার চাদরে
একাকীত্বের অভীপ্সা..
এও এক নেশা !
আঁধার ! আঁধার ! আঁধার !
পুলে চান করতে গিয়ে ডুবে গেল নাকি অত্তবড় সূর্যটা ?
অব্যর্থ ঘুমের ওষুধ --
ডুববো আমিও... ডুবছি ... অতলে তলিয়ে যেতে যেতে
ঠিক তুলে আনব তোমার জন্য সদাগর
বোতলবন্দী এক জাহাজ ...
নেশাধরানো !