স্রোতের গতি দেখি...
কচুরীপানার ভেসে যাওয়া , জীবনের ঝুঁকি নিয়ে উঁকি দেয় সাদা- বেগুনী ফুলের থোকা ,অপাপবিদ্ধ শুচিতার ফুল!
ওইখানে পিনের মধ্যে আটকে থাকে মন--
কচুরীপানারা আসলেই যাচ্ছে কোথায়?
এই যে আমরা , আসলেই যাচ্ছি কোথায়?
হেঁটে যাই চেনা নদীতীর , সেই দরদী জল-স্পর্শ বাতাস, সার সার জেলে-ডিঙ্গি সহজ শব্দের মত ,মন্দিরের দূর ঘন্টাধ্বনি সন্ধ্যা আরতি,
অথচ অস্বস্তি কোথাও বালিকণার মত পায়ে পায়ে!
টিমটিম আলো মায়াবী , পথের পাশে ঘুপচি ঘরের ভেতর ঘর---
চাপা কৌতূহল , আনন্দ কোলাহল,
কান্নার শব্দ !
মাঝির ঘরে আজ জন্ম নিচ্ছে কেউ!