প্রাচীন এক ধ্বংসাবশেষের সামনে
নিঝুম বসে থাকি ,
একদিন সময়ের জাহাজ নোঙ্গর ফেলেছিল এখানে,
বাসি কোলাহল তার ধ্বংসস্তূপে--
সমাহিত ইতিহাস এখন ।
পাতালে নেমে যাওয়া অতীত জিজ্ঞাসার উল্কিচিহ্ন নিয়ে
বিস্ময়কর খননকার্য !
কতটা প্রাচীন হলে জীবন নিয়ে খোঁড়াখুঁড়ি চলে ?
প্রিয়তমের মুখ মনে পড়ে,
সেও কোনো নিপুণ ভাস্কর্য !
প্রস্তরীভূত শিলাখন্ডে খুঁজি না আর আবেগ ,
স্থাপত্যে হাত রাখি , অদ্ভুত নির্বাণ নৈঃশব্দ্য!
সহসাই নীড়ে-ফেরা পাখিদের কোলাহল
চমক ভাঙ্গে ,
পর্যটন ক্লান্তি শেষে এবার ঘরে ফেরার পালা।