এক পশলা বৃষ্টির পর ঝোড়ো এলোমেলো হয় যেমন হাওয়া ---
বৃষ্টিনাচ তখন ঝিঙে ফুলে ফুলে,
ঘাম মুছে হেসে ফেলে শহরের পথ ঘাট --
আকাশের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে
এক রামধনু –রঙ সিঁড়ি!
দুরের হাতছানি বর্ণমালার মত মেঘের আড়ালে ,
চন্দ্রবিন্দুতে ইশারা
অমিত ভাবনায় ভেসে যেতে চাই ভাসবো বলে...
কালো ভ্রমরের মতই অনড় থেকো তুমিও
ভালোবাসার ফুলে ,
আঁধারের দিব্যজাল ছড়িয়ে পড়ে
গন্ধরাজের খোঁপায়
সন্ধ্যার আতিথেয়তা , আপ্যায়ন ভুলে!
এক দৌড়ে চিলেকোঠার ঘর --
বকলমে লিখি সলজ্জ চিঠি , বয়ান
- আসবে কি কোনদিন এমনি আশ্চর্য সন্ধায়
আমন্ত্রণ পেলে?
আসবে তো ?