হাওয়ার শাঁখে ফুঁঃ --
চমক ভেঙ্গে বৃষ্টি পালক খসায় !
নিভু-নিভু প্রদীপ , হাতের আড়াল রাখে সচেতন বধূ ,
ভেজা তমস বেয়ে
রাতের নৈঃশব্দ্যের গজল,...
শব্দের চেয়েও ঢের বেশী বাঙময় !
বহুদুরে কোলাহল---
রাতকে দেখি অসহ্য গর্ভ যাতনায় নীল !
সুধা শেষ , পান কর হলাহল ।
নিজেকে গুটিয়ে রাখো লোভী সরীসৃপ ,
বিষবৃক্ষ ছায়ায় রুয়ে দেব অমৃতফল ,
একদিন বাড়ন্ত পাপের ঘরে
প্রকৃতই জন্ম নেবে পুণ্যের ফসল ।
নিভু-নিভু প্রদীপ , হাতের আড়াল রেখো যত্নশীলা বধূ